আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৭
বিডি দিনকাল ডেস্ক : – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসুস্থ অবস্থায় জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা ফখরুল ইসলামকে ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান এর অধীনে ভর্তি করা হয়েছে। তার কিছু পরীক্ষা-নীরিক্ষা করানো হয়।
চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলামকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও নির্বাহী কমিটির সদস্য সাঈদ সুরা। এছাড়া বাবা মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে এসেছেন ছোট মেয়ে মির্জা মাশরুম ও তার স্বামী।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিলেন মির্জা ফখরুল। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, চলতি মাসে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক চিকিৎসা নিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের মির্জা ফখরুলের সাস্থের বিষয়ে বিস্তারিত জানান দুপুরে।ওনার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে ।এখনো কিছু বলা যাচ্ছেনা ।ডাক্তার ওনাকে অবজারবেশনে রেখেছেন ।মির্জা ফখরুলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ডা. এজেড এম জাহিদ।
দলের বর্তমানে মহাসচিবের দায়িত্ব নিয়েও তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন,যখন মহাসচিব গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন ,এখনো সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ কারাগারে আছেন তখন কোনো সমস্যা হয় নাই । আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিনিয়র নেতৃবৃন্দদের সাথে পরামর্শ করে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন ,এখনো সেই ভাবে চলছে ।
এই সময় মিডিয়া সেলের সদস্য ও চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |