- প্রচ্ছদ
-
- ঢাকা
- বিএনপি সাবেক এমপি মরহুম খুররম চৌধুরী’র স্মরণ সভা
বিএনপি সাবেক এমপি মরহুম খুররম চৌধুরী’র স্মরণ সভা
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
নান্দাইল(ময়মনসিংহ) সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ময়মনসিংহ উত্তর জেলার বিএনপির আহবায়ক, নান্দাইল উপজেলার বিএনপির সভাপতি সাবেক ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬অক্টোবর) দুপুরে মোয়াজ্জেমপুর গ্রামে আশরাফ চৌধুরী ওয়েল ফেয়ার ট্রাষ্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত
আলোচনা সভায় মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্মরণে তার জীবনী নিয়ে উপস্থিত বক্তাগণ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, মরহুমের একমাত্র পুত্র নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, নান্দাইলের এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন, ফুলপুর তারাকান্দা আসনের সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার, সাবেক এমপি ও জেলা কৃষক দলের সভাপতি আবুল বাশার আকন্দ, ঈশ্বরগঞ্জের সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন,ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন চৌধুরী, ঈশ্বরগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া সহ নান্দাইল এর বিচ্ছিন্ন ইউনিয়নের চেযারম্যান বৃন্দ, নান্দাইলের সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ও নান্দাইল এবং ঈশ্বরগঞ্জ থেকে আগত হাজার হাজার আমন্ত্রিত অতিথি গণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কেন্দ্রীয় নেতা, ময়মনসিংহ বিএনপির বিভাগীয় সাংঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম মরহুম খুররম খান চৌধুরীর কবর জিয়ারত করেন।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট্য ইসলামিক চিন্তাবিদ আব্দুল মান্নান হারুন নগরী।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি খুররম খান চৌধুরী গত ১৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
Please follow and like us:
20 20