আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৮
বিডি দিনকাল ডেস্ক ;-নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ শনিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
এদিকে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। জরুরি জমানায় গঠিত নির্বাচন কমিশনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দীর্ঘ দিন জেলা জজ, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব হিসাবেও দায়িত্ব পালন করেন। এবার আবারও খবরে এসেছেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্য হয়েছেন ছহুল হোসাইন।
এ পরিস্থিতিতে পুরনো একটি খবরও আলোচনায় এসেছে। গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন ছহুল হোসাইন। মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমাও দিয়েছিলেন। ২০১৮ সালের নভেম্বরে সমকাল, বিডিনিউজসহ একাধিক সংবাদ মাধ্যমে তাকে নিয়ে খবর প্রকাশতি হয়েছিল।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |