আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৬
শরীয়তপুর প্রতিনিধি:মহান বিজয় দিবসে র্যালি ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল ১০ টায় শহরের চন্দ্রারেস্ট হাউজের সামন থেকে একটি বিশাল র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড় শহীদ মামুন স্মৃতি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুজ্জামান সিপন।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আফজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা, জেলা যুবদল নেতা ভিপি নাজমুল হক বাদল, এ্যাড. মৃধা নজরুল কবির, বিপ্লব সিকদার, আলী আহম্মেদ মোল্লা, আক্তার হোসেন মাঝী, মাহবুব আলম খায়ের, ইলোরা হাওলাদার, রাহুল, আজাদ মাল, কামাল ঢালী, সেলিম বেপারী, মোফাজ্জল মোল্লা, ইদ্রিস মোল্লা, সুমন খান, খোকন মোল্লা, রুবেল মোল্লা, মনির হোসেন ঢালী, জাসাস নেতা মঞ্জুর হাসান, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্লা, মহিলা দল নেত্রী রুমা হামিদ, শাহিদা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সমাবেশে বক্তরা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজেরাই ধ্বংস হয়েছে। মিথ্যা কখনও স্থায়ী হয় না। আর অবিচার কখনও ভাল ফলাফল নিয়ে আসে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে বিনা অপরাধে দেশান্তরী করে রাখা হয়েছে। যারা তার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে।
তারা আরও বলেন, গণমানুষের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয়নেতা তারেক রহমানের রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে দেশ গড়বো। সবাই দেশ গড়ার কাজে যুক্ত হবো, দলকে শক্তিশালী করবো। আমরা দলের কথা বলবো, নেতার কথা মানবো। মানুষ কস্ট পায় এমন কাজ করবো না। আর শেখ হাসিনা আমাদের ঘর ছাড়া করছিল, তিনি এখন দেশ ছাড়া। এটাই আল্লাহর বিচার।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |