আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৬
বিডি দিনকাল ডেস্ক:- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি ক্রিস্টাল মেথের (আইসের) একটি চালান উদ্ধার করেছে। একই ব্যাটালিয়ন পৃথক আরও দুটি অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করেছে। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ৯ কেজি আইসের মূল্য প্রতি কেজি ৫ কোটি টাকা করে ৪৫ কোটি টাকা। আর ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবার মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা। সবমিলিয়ে কক্সবাজার ব্যাটালিয়ন ৪৮ কোটি ৯০ লাখ টাকার মাদক জব্দ করেছে। দেশের ইতিহাসে জব্দ হওয়া আইসের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির বলেন, গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস এনে পাচারের জন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইনে একটি গুপ্ত ভা-ারে জমা করেছে। ওই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র বালুখাল কাটাপাহাড় নামক স্থানে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হোসেনের একটি আস্তানায় কমান্ডো রেইড (হানা) পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীরা বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে এবং গ্রেপ্তার হওয়ার ভয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করে। বিজিবিও কৌশলগত অবস্থান নিয়ে তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি করে। এতে করে নবী হোসেন গ্রুপের সদস্যরা গুলি করতে করতে পার্শ্ববর্তী গোলপাতার বাগানের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হোসেনের ওই আস্তানায় তল্লাশি করে ৪৫ কোটি টাকা মূল্যমানের ৯ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |