আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৩
বিডি’ দিনকাল’ চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতাল’র মালিক ডাক্তার এস এ ফারুক এর তত্বাবধানে নিয়োজিত ডাক্তার রিগান এর চিকিৎসায় বলি হওয়া, তথা- ভুল চিকিৎসার নামে মাত্র ৬ বছরের শিশু সাফায়েত কে হত্যার অভিযোগে শেষ পর্যন্ত ৫লাখ টাকার বিনিময়ে নাকি দফারফা! তার মধ্যে ২ লাখ টাকা নাকি অন্যান্যদের পকেটে গিয়ে বাকি ৩ লাখ টাকা মৃত শিশুটির পরিবারকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে ঘটনাটি মিমাংসার পথে!!?? ভুল চিকিৎসার নামে তরতাজা একটি শিশুর জীবন প্রদীপ নিভিয়ে দেয়ার ওপর আজ (৯ সেপ্টেম্বর) শনিবার একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের সর্বোত্র বিষয়টি নিয়ে তালপাখা সৃষ্টি হয়েছে। অনেকে জানতে চেয়েছেন- শিশুটির হত্যাকারী ডাক্তার ও উক্ত বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না? অনেকের জানতে চাওয়ার আলোকে যতোটুকু জানা সম্ভব হয়েছে তা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর বাইরে আরো বিস্তারিত জানতে বিডি ‘দিনকাল’র পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সূত্র মতে, আইনের ফাঁক-ফোঁকর থেকে রেহাই পেতে মোটা অংকের টাকা এবং বিভিন্ন ভাবে চাপ/বল প্রয়োগ করে একটি তরতাজা শিশুর জীবন কিনে নেয়া যায় কি? অগনিত মানুষের প্রশ্ন : উক্ত বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের চিকিৎসা জনিত কর্মকাণ্ড ভুল পথে নাকি সঠিক পথে পরিচালিত হচ্ছে সেই বিষয়টি দেখ ভালোর দায়িত্ব কি সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা সিভিল সার্জন এর ওপর বর্তায় না? এবং জঘন্যতম; এই অপরাধ মূলক কর্মের জন্য উক্ত বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার এখতিয়ার কি মীরসরাই উপজেলা প্রশাসন ও পুলিশের ও কি দায়-দায়িত্বের আওতায় পড়ে না?? সূত্র জানায়, উক্ত বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের মালিক ডাক্তার এস, এ ফারুক সরকারি বেতনভুক্ত ডাক্তারী পেশা থেকে গত বেশ কয়েক বছর আগে অবসরপ্রাপ্ত হয়ে মোটা অংকের টাকা পুঁজি খাটিয়ে তার নিজের এলাকা মীরসরাই উপজেলার বারইয়ারহাট ও উক্ত হাসপাতালটি পরিচালনা করে আসছেন। তিনি হাসপাতালটি থেকে লাখ লাখ টাকা ইনকামের পাশাপাশি নিজে ও রোগী দেখে প্রতি দিন হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছেন!! এদিকে এতো বড় ও মর্মান্তিক একটা অপ চিকিৎসার কারনে ছোট্ট একটা নিষ্পাপ শিশুর মৃত্যু ঘটনার বিষয়ে বারইয়ারহাট হাসপাতাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশন এর দায়িত্ব রত: সভাপতি/সম্পাদক কে বিস্তারিত কিছু না জানিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে দফারফা করার ঘটনা য় ও নানাজনের মাঝে নানাবিধ: প্রশ্নের রেখাপাত: সৃষ্টি করেছে। তবে, সংগঠনের সভাপতি ও বারইয়ারহাট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন চৌধুরীর কাছ থেকে জানতে চাইলে তিনি শুধু বলেন, ঘটনা সম্পর্কে শুনেছি। কিন্তু, বিস্তারিত আর কিছু জানেন না বলে জানান তিনি। সাংগঠনিক বিষয়ে অপরাপর নের্তৃবৃন্দের আলাপ- আলোচনার পর সাংগঠনিক ভাবে কি করা যায় তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার কথা ও জানান দেন তিনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |