আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:০১
বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে একজন ‘ভালো মানুষ’ বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্রের জবাবে বিএনপি মহাসচিব এই কথা বলেন।
তিনি বলেন, ‘‘ মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন- এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণবন্ত একজন মানুষ, আপনার পজেটিভলি দেখতেন সব কিছু।”‘‘ তার ক্ষেত্রে সীমাবদ্ধতা তার যেটা আছে সেটা তো আছেই।’’
দুই মেয়াদে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদের সময়ে দুটি সংসদ নির্বাচন হয়েছে তাতে কি জাতির আশা-আকাংখা পুরণ হয়েছে কিনা প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ এটা তো ইতিহাস বিচার করবে। তবে আমাদের দিক থেকে পরিস্কার করে বলতে পারি যে, তার কাছে আমাদের প্রত্যাশাও ছিলো না। কারণ প্রেসিডেন্ট হিসেবে তার খুব কিছু একটা করারও ক্ষমতা নাই।”
‘‘ তিনি হচ্ছে পুরোপুরিভাবে একজন খাঁটি আওয়ামী লীগের মানুষ। সেজন্য তার পক্ষে এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত।”
সোমবার দুপুরে আবদুল হামিদ বঙ্গভবন থেকে নিকুঞ্জে নিজের বাসায় উঠেন। বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনারসহ রাজসিক বিদায় জানানো হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চলমান আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |