আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:০১
টাঙ্গাইল প্রতিনিধি:-ঈদের পর শুরু হওয়া বিধিনিষেধের মধ্যেও টাঙ্গাইলের মির্জাপুরে পোশাক কারখানা চালু রাখার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত কমফিট কম্পোজিট নীট লিমিটেড কারখানা এলাকা ঘুরে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এটি ছাড়াও আরও দু’একটি পোশাক কারখানা গোপনে তাদের কার্যক্রম চালু রেখেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর ২টার দিকে কমফিট কম্পোজিট কারখানার পেছনের গেট দিয়ে দলে দলে কারখানা শ্রমিকদের ভেতরে প্রবেশ ও বের হতে দেখা গেছে। তবে কৌশল অবলম্বন করে সামনের প্রবেশ পথ বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, কারখানাটির গার্মেন্ট সেক্টর বন্ধ থাকলেও ডাইং ও নীটিং বিভাগে শিফট ভিত্তিতে শ্রমিকরা কাজ করছেন।
কারখানার ভেতরকার অবস্থা পর্যবেক্ষণের চেষ্টা করলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির কথা বলে কালক্ষেপণ করায় তা সম্ভব হয়নি।
দুপুরের শিফটে কাজে যাওয়া একজন কর্মী বলেন, ঈদে তিন দিন ছুটি থাকলেও গত পাঁচ দিন যাবৎ কাজ করছি। এ জন্য কোন অতিরিক্ত টাকাও পাব না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোশাক কর্মী বলেন, চাকরি থেকে ছাঁটাই করার ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে।একই অভিযোগ করেন আরও একাধিক কর্মী।
এ ব্যাপারে কমফিট কম্পোজিট নীট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ফারুক ঢাকায় আছেন জানিয়ে মুঠোফোনে বলেন, আমাদের উৎপাদন ব্যবস্থা বন্ধ রয়েছে। তবে কারখানার ইটিপি ও ডাইং সেকশনের মেশিন চলমান রাখার জন্য কিছু শ্রমিক প্রবেশ করানো হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে কোন কারখানা যদি তাদের কার্যক্রম চলমান রাখে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |