আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৬
বিডি দিনকাল ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ গোল চত্ত্বর এলাকায় ০৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ সকালে বিমানবন্দরে প্রবেশের মূল প্রবেশপথ গোলচত্ত্বর এলাকায় এপিবিএনের নিয়মিত চেকপোস্টে তল্লাশী চলাকালে উদ্ধারকৃত গাঁজা সহ অভিযুক্ত মিল্টন সেখকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, নিয়মিত তল্লাশী কার্যক্রম চলাকালে আজ সকালে গোলচত্ত্বর এলাকায় মিল্টন শেখকে তার সংগে থাকা ব্যাগ সহ এপিবিএন চেকপোস্টে থামানো হয়। এসময় তার ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি চেক করা হয় এবং তল্লাশীকালে ০৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
মিল্টন সেখ মানিকগঞ্জের সিংগাইর থানার চাঁন মিয়া সেখের পুত্র। তিনি মানিকগঞ্জের অধিবাসী। আমিরুল নামে মানিকগঞ্জের এক ব্যক্তির প্ররোচনায় তিনি এয়ারপোর্টের সামনের ঢাকা ময়মনসিংহ রোডে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে মানিকগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে এসেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি গাঁজা সংগ্রহ করলেও এপিবিএনের চেক পোস্টে ধরা পড়েন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |