আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২২
বিডি দিনকাল ডেস্ক : :রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)জনাব মো: খোরশেদ আলম এর নেতৃত্বে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১। মো. মেহেদী হাসান বরকত (২২), ২। মো. মিরাজ আলী (২০),৩।মো. রতন মিয়া ওরফে ছয় পট্টি (২১) ও ৪। মো. আবু কালাম (১৮) নামে ৪ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ৷
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবত বিমানবন্দর ও আশ পাশের এলাকায় বিদেশফেরত যাত্রীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজের ব্যবহৃত একটি ধারালো চাকু লোহার রড এবং ব্লেড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পেনাল কোডের 393 ধারায় মামলার অজু করা হয়েছে ।
বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক অপারেশন জনাব মোঃ খোরশেদ আলম জানান, ছিনতাই কারীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলমান থাকবে।শান্তি শৃঙ্খলা যেন বিগ্নিত না হয় সেই লক্ষে বিমানবন্দর থানা সতর্ক রয়েছে ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |