আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫০
এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সংঘবদ্ব চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের মৃত আব্দুর করিমের পুত্র মোঃ নূর আবছার (২৭) ও চট্টগ্রামের
মৃত শুয়াইবের পুত্র নূর মোহাম্মদ সাকিব (২৩)।
আজ বুধবার সকালে ইয়াবাসহ গ্রেফতারকৃত দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
আজ র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ এসব তথ্য জানান।
সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, র্যাব-১, উত্তরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান নিয়ে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অবস্থান করছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র্যাব-১ এর একটি দল সকাল সাড়ে ৯ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বিক্রমপুর টায়ারের দোকানের সামনে পাকা রাস্তার উপর ঝটিকা অভিযান চালিয়ে
মোঃ নূর আবছার (২৭) ও নূর মোহাম্মদ সাকিব (২৩) নামে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
তিনি জানান, এ সময় তাদের নিকট হতে ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি বার লক্ষ পাঁচ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
এএসপি নোমান আহমদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলের সংগ্রহ করে পরবর্তীতে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান গুলো বিক্রির উদ্দেশ্যে রাজধানীতে নিয়ে আসে।
র্যাবের এ কর্মকর্তা জানান, তারা পেশায় শ্রমজীবী। ইতিপূর্বে তারা ৮/১০ টি ইয়াবার চালান বিভিন্ন উপায়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
এদিকে, আজ বুধবার সকালে ডিএমপির বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |