আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩০
মোঃ মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-“মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বিরামপুর থানা উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধ করণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকামোড়সহ এলাকায় উপজেলার ১০টি বিট পুলিশিং ইউনিট এবং বিরামপুর থানার সকল পুলিশ সদস্যবৃন্দের সমন্বয়ে ২১ মার্চ সোমবার পথচারী,রিক্সা-ভ্যান চালক,পরিবহন শ্রমিকসহ বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ ও পথসভা অনুষ্টিত হয়েছে।
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধ করণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মিথুন সরকার,অফিসার ইনচার্জ মনিরুজ্জামান,৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, প্রেস-ক্লাবের সভাপতি শাহিনুর আলম, মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহ-সভাপতি মাহমুদুল হক মানিক, বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নে বিট পুলিশের উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণ রোধে ক্যাম্পিং ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে এক যোগে উপজেলায় মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে বিরামপুর থানা পুলিশ এবং আগামী দিনগুলোতে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ।
মাস্ক বিতরণ শেষে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাধারণ মানুষের উদ্দেশ্যে করোনা সংক্রমণ হইতে সচেতন এবং মাস্ক ব্যবহার করতে সকলকে আহবান জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |