- প্রচ্ছদ
-
- ঢাকা
- বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ রাজ্জাকের মৃত্যু
বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ রাজ্জাকের মৃত্যু
প্রকাশ: ২৩ মার্চ, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ
মোহাম্মদ শরীফুল ইসলাম :- টাঙ্গালের সখিপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা,একজন বিশিষ্ট শিক্ষানুরাগী,শিক্ষক ও রাজনৈতিক এম এ রাজ্জাক বিএসসি(৭৫) শুক্রবার রাত ৮টার সময় মৃত্যুবরণ করে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সখিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বিআরডিবি সাবেক চেয়ারম্যান ছিলেন। দুই ছেলে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শনিবার (২৩ মার্চ) দুপুর ১২ টায় সখিপুর উপজেলা পরিষদ মাঠে ( ক্যাম্পাস মসজিদ প্রাঙ্গনে)। মরহুমের ১ম,বোয়ালী ডিগ্রী কলেজ মাঠে বেলা ২টার সময় ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয। এ সময় মরহুমের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা,শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান,সখিপুর উপজেলা আওয়ামি লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম শওকত আলী মাস্টার,সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা এমও গনি, অধ্যক্ষ সাইদ আজাদ, অধ্যাপক রফিক ই রাসেল, মরহুমের ছেলে জিয়া হাবিব, সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক এমএ লতিফ মিয়া, সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার স্থানীয় অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।
Please follow and like us:
20 20