আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১০
বিডি দিনকাল ডেস্ক:-সিলেটের বিশ্বনাথের দশঘর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৫৫ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করে বিশ্বনাথ থানায় পুলিশ মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক ও সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপীয় কমিটির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান খোকন
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সদ্য সমাপ্ত বিশ্বনাথের দশঘর ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান এমাদুদ্দিন খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায় এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে নিরীহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা কিনা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী I সদ্যসমাপ্ত দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খানের নিশ্চিত বিজয়কে কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেবার যে পরিকল্পনা আওয়ামী লীগ করেছিল সেটা বাস্তবায়ন করতে না পেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে,তাদের হিংসা ও বিদ্বেষকে চরিতার্থ করবার জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে I এমাদ উদ্দিন খানের বিজয়কে কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেবার যে ছলচাতুরি আওয়ামী লীগ শুরু করেছিল, সেটা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়মতান্ত্রিক অবস্থান এবং প্রতিরোধের মুখে আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র ভেস্তে যায় এবং ধানের শীষের প্রার্থী এমাদ উদ্দিন খান তার কাঙ্খিত বিজয় অর্জন করেন I ধানের শীষের প্রার্থীর এই কাংখিত বিজয়কে ঠেকাতে ব্যর্থ হয়ে বিশ্বনাথের আওয়ামী লীগ দেউলিয়া পরায়ন এবং হিংসাপরায়ণ হয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন এবং মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানি শুরু করেছে I নেতৃবৃন্দ আরো বলেন মামলা, নির্যাতন-নিপীড়ন করে বিএনপি’র নিবেদিত নেতা কর্মীদেরকে দমানো যাবে না I
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |