আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৪
বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে মহিলা দলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে র্যালি করতে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল ১১টা ৩৫মিনিটে র্যালি বের করলে পুলিশের বাধায় করতে পারেনি সংগঠনটি।
এ সময় মহিলা দলের নেতাকর্মীরা বলেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আন্তর্জাতিক নারী দিবস সফল হোকসহ বিভিন্ন স্লোগানে নয়াপল্টন মুখরিত করে তুলেন তারা।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
এদিকে মহিলা দলের র্যালিকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিলেন তারা। এ ছাড়া প্রিজন ভ্যান, জলকামান এবং এপিসিও রাখা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |