আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০৪
নীলিমা শামীম :-
কোনো এক বিষন্ন বিকেলে
কথা রাখোনি তুমিময় তুমি
সেই থেকে আজো অপেক্ষিত
ফেরা হয়নি নিজের ভুমি।।
অচেনাকে আগলে বাহুতে অপ্সরীদের ভীড়ে নিঃশ্বাস
যুগ যুগ ধাবিত হৃদ গহীন ফেলেছো আমার বিশ্বাস।।
লোলুপ দৃষ্টি কেড়েছো তুমি
অযাচিত অশোভন রূপেতে
ফেলে দেয়া ছাইয়ের ধুলোয়
না ফিরে ছিলে কোনো বুফেতে?
অন্তর হু হু করে কাঁদেনি তাই
অশ্রু টলটল তবু ঝরেনি জল
স্বপ্নরা দিগবিদিক ছড়িয়ে হাই
বৃথা সবি রেখে যেনে মনোবল।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |