আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৭
ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবে’র সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন সুন্দরবনের কোল ঘেষা খুলনার কয়রা থানার বাসিন্দা মোস্তফা ইমরান রাজু। তিনি মালয়েশিয়ায় আরটিভি’র প্রতিনিধি হিসাবে প্রায় ৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি কমিউনিটি প্রেস ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে রাজু’কে সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হয়। ১৩ সদস্যের এ কমিটি’তে সাধারণ সম্পাদক করা হয়েছে সময় টিভি’র মোহাম্মদ আব্দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।
মোস্তফা ইমরান রাজু কয়রা থানার ১ নং কয়রা গ্রামের বাসিন্দা। মোস্তফা শফিকুল ইসলাম ও শাহানা ইসলামের এক ছেলে, এক মেয়ে’র মধ্যে সে ছোট। তার পিতা মোস্তফা শফিকুল ইসলামও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। কয়রা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম বর্তমানেও সংগঠনটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়া ব্যাক্তিত্বও । একসময়ের জনপ্রিয় খেলোয়াড় শফিকুল ইসলাম কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত মোস্তফা শফিকুল ইসলাম। মোস্তফা ইমরান রাজু’র চাচা ঢালি রফিকুল ইসলামও একসময় কয়রার ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
কয়রার আলো বাতাসে বেড়ে ওঠা মোস্তফা ইমরান ইংরেজি সাহিত্যে সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১১ সালে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’তে নিউজ রুম এডিটর হিসাবে যোগদান করেন। সেখানে আন্তর্জাতিক ও জাতীয় ডেস্কে সুনামের সঙ্গে কাজ করেন তিনি। পরবর্তিতে মালয়েশিয়া প্রতিনিধি হিসাবে পাড়ি জমান কুয়ালালামপুরের উদ্দেশ্যে।
মোস্তফা ইমরান রাজু মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ। বস্তুনিষ্ঠ ও সঠিক খবর পরিবেশন করে আরটিভি’কে দারুন জনপ্রিয় হিসাবে পুরো মালয়েশিয়ায় পরিচিত করেছেন তিনি।
কমিউনিটি প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর এক মন্তব্যে তিনি বলেন নতুন এ দায়িত্বে প্রবাসীদের প্রতি দায়বদ্ধতা আরো বেড়ে গেলো। এসময় বাবার আদর্শে অনুপ্রানিত হয়ে সাংবাদিকতায় এসেছেন উল্লেখ করে নিজ এলাকা কয়রার মানুষের কাছে দোয়াও চান তিনি। বলেন যেখানেই থাকি না কেনো মন পড়ে থাকে প্রিয় জন্মস্থান কয়রায়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |