- প্রচ্ছদ
-
- খুলনা
- বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্স নবগঠিত কার্যকারি কমিটি -২০২১ “অভিষেক অনুষ্ঠান
বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্স নবগঠিত কার্যকারি কমিটি -২০২১ “অভিষেক অনুষ্ঠান
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
সাজ্জাদুর রহমান টেন্টু:-গত ১১ই অক্টোবর ২০২০, রোজ রবিবার বৃহ্ত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক. এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান নিউ ইয়র্কের ব্রনক্সের “খলিল বিরিয়ানি এ্যান্ড হালাল চাইনিজ ” এর পার্টি সেন্টারে মোঃ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে ও মোঃ এমদাদুল হক মিয়া এবং শাহাদৎ আলী হালিমের যৌথ পরিচালনায় সম্পন্ন হয় | #মোঃ ফারুক ইকবাল কে সভাপতি এবং সাদিক রহমানকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকারি কমিটি, ৫সদস্য বিশিষ্ট কার্যকারি উপদেষ্টা মন্ডলী এবং ১১সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর নাম প্রকাশ করা হয়| উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সম্মানীত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন , হাজী আবুল কাদের মিয়া ( প্রেসিডেন্ট কাদের ফাউন্ডেশন, স্বন্দ্বীপ) , প্রধান বক্তা হিসাবে- জালাল চৌধুরী ( ভাইস প্রেসিডেন্ট ব্রঙ্ক্স বাংলাদেশসোসিয়েটি) বিশেষ অতিথি হিসাবে – কমিউনিটি লিডার মোঃ এন মুজুমদার ,মোঃ বাদশা ( NYPD), কুমিল্লা সমিতির প্রেসিডেন্ট মোঃ আবুল খায়ের এবং টেলিফোন বক্তব্য পেশ করেন – রাজবাড়ি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট – মোঃ আবিদুর রহমান লাল ( সাবেক সচিব , বাংলাদেশ সরকার ) |
কার্যকারী কমিটি ও উপদেষ্টা মন্ডলী নিম্নরূপঃ-
কার্যকারী কমিটি
১। মুহাম্মদ ফারুক ইকবাল ( সভাপতি ) ২। আব্দুস সালাম ( সহ সভাপতি ) ৩। হযরত আলী ( সহ সভাপতি ) ৪। সাংবাদিক মুন্সি মোঃ সাজেদুর রহমান (টেনটু) ( সহ সভাপতি ) ৫। কে এম রুহুল ইসলাম ( সহ সভাপতি ) ৬। আয়ুব আলী ( সহ সভাপতি ) ৭। সাদিক রহমান ( সাধারণ সম্পাদক ) ৮। মুহাম্মদ জগলুল হক, শাহিন ( যুগ্ম সাধারণ সম্পাদক) ৯। মুহাম্মদ রাজিবুল ইসলাম, রাজিব ( যুগ্ম সাধারণ সম্পাদক) ১০। তুষার ( যুগ্ম সাধারণ সম্পাদক) ১১। মুহাম্মদ শরিফুল হক ,হাসান ( সাংগঠনিক সম্পাদক ) ১২। মুহাম্মদ আব্দুল ওয়াহেদ ( খাদ্য ও পরিবহন বিষয়ক সম্পাদক ) ১৩) মুহাম্মদ নুরুজ্জামান সিদ্দিকি ( প্রচার সম্পাদক) ১৪। ফারুক হোসেন,ফারুক ( সহ প্রচার সম্পাদক ) ১৫। এহসানুল হক, তাইম ( সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) ১৬। মুহাম্মদ মনজুর কাদির, মনজু ( অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক ) ১৭। মুহাম্মদ কামরুজ্জামান, গুলু ( তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক) ১৮। মুহাম্মদ মল্লিক রাজন ( ক্রীড়া সম্পাদক ) ১৯। ইয়াছির আরাফাত,রাসেল ( শিক্ষা বিষয়ক সম্পাদক) ২০। কে এম মহিদুল ইসলাম ( আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ) ২১। মেহেদি হাসান ( যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক ) ২২) আবু তালেব ( সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ) ২৩। বৈশাখী ইয়াছমিন ( মহিলা সম্পাদক ) ২৪। আইরীন খন্দকার ( মহিলা সম্পাদক ) ২৫। আয়েসা সাদিক ( মহিলা সম্পাদক ) ২৬। তাহমিনা শাহীন ( মহিলা সম্পাদক ) ২৭। আফরোজা পারভীন ( মহিলা সম্পাদক ) ২৮। হাজী আব্দুল গাফফার ( ধর্ম বিষয়ক সম্পাদক )
সদস্য ২৯। মাসুদুল ইসলাম,লিপু ৩০। শাহিনুল ইসলাম ৩১। মুহাম্মদ আব্দুল আলিম ৩২। মুহাম্মদ আব্দুল মোমিন ৩৩। শাহ আলম ৩৪। মফিজুল ইসলাম, শুভ ৩৫। মুহাম্মদ নাঈম আলী।
উপদেষ্টা মন্ডলী (কার্যকারী)
১। কে এম জামিরুল ইসলাম ( কার্যকারী প্রধান উপদেষ্টা ) ২। মুনসুর আলম, মুন্না (কার্যকারী বিশেষ উপদেষ্টা ) ৩। মুহাম্মদ আলতাব হোসেন (কার্যকারী বিশেষ উপদেষ্টা ) ৪। মুহাম্মদ শাহাদ্যৎ আলী,হালিম (কার্যকারী বিশেষ উপদেষ্টা ) ৫। মুহাম্মদ ইমদাদুল হক মিয়া (কার্যকারী বিশেষ উপদেষ্টা
উপদেষ্টা মন্ডলী
১। কে,এম আমিরুল ইসলাম ২। ডঃ মুহাম্মদ আব্দুল ওয়াহাব ৩। ডঃ সিরাজুল হক ৪। মুহাম্মদ আবুবক্কর সিদ্দিক ৫। মুহাম্মদ গোলাম রাব্বানী ৬। মুহাম্মদ আব্দুস সামাদ ৭। মুহাম্মদ ইউনুছ আলী ৮। মাফিউল আলম ৯। রওশন আক্তার পারভীন ১০। শাহানা খাতুন ১১। আবুল কাশেম
৩৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির সম্মানীত সদস্যদের শপথ বাক্য পাঠ করান , সমিতির সম্মানীত প্রধান উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম |
Please follow and like us:
20 20