আজ সোমবার | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনটি নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। নাকচের বিষয়টি রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি না দিয়ে তার সঙ্গে ‘ভয়ঙ্কর তামাশা’ করা হয়েছে। চিকিৎসা নিতে কারাগারে গিয়ে তারপর আদালতে আবেদন করার কথা বলাও ভয়ঙ্কর তামাশা। রোববার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কায়সার কামাল।
তিনি বলেন, ‘আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন নেই। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা করা হয়েছে।’
কায়সার কামাল বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্টভাবে বলা আছে সরকার চাইলেই নির্বাহী আদেশে তাকে মুক্তি দিতে পারে। আজকে প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।’
এর আগে দুপুরে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |