- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বিএনপি
বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বিএনপি
প্রকাশ: ১০ মে, ২০২১ ১২:১০ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- করোনা পরবর্তী শারীরিক নানা জটিলায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য বিএনপি। এক যৌথ বিবৃতিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্বাধীনতার সুর্বন জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। নেতৃবৃন্দ বলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন ৭৬ বছরের বয়স্কা নারী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তিনি তার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। তার বড় ছেলে তারেক রহমানও নির্বাসনে। তাকে সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে। এই পরিস্থিতিতে খালেদা জিয়া কতটা অসহায় সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা বিশ্বাস করি সরকার মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিবে। তা না হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।
বর্তমান সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তারা তাকে বিদেশে উন্নত ও সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না। অথচ মানবতার কাছে আইন কোনো বিষয় নয়। আমরা সরকারের এহেন অগণতান্ত্রিক ও বেআইনী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সরকার দেশের মানুষের মুক্ত ও মত প্রকাশে যেভাবে বাধা তৈরি করছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক মামলায় যেভাবে হয়রানি করার প্রবণতা নিয়ে দেশ চালানোর চেষ্টা করছে তা জনমনে ব্যাপকভাবে আক্রোশের জন্ম দিয়েছে। এমতাবস্থায় আমরা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁর স্থায়ী মুক্তি দিয়ে দ্রুত বিদেশে গিয়ে চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমেরিকা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা বিএনপির জিল্লুর রহমান জিল্লু আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির অষ্ট্রিয়া বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদূর রহমান ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম হোসেন আমেরিকা ইলিয়িন ষ্ট্রীট বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু মিয়া ম্যারিল্যান্ড বিএনপির সদস্য কবিরুল ইসলাম কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন মালদ্বীপ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফিনল্যান্ড বিএনপি নেতা সামসুল গাজী সুইজারল্যান্ড বিএনপি নেতা অসীম রহমান ইতালী বিএনপি নেতা খলিলুর রহমান খোকন,মোসাহিদ আলী খান ,মাওলানা শামীম আহমেদ সুলেমান বেগ ফ্রান্স বিএনপি নেতা মহসিন রাজা প্রমুখ।
Please follow and like us:
20 20