আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
রাজশাহী: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল মনির আর নেই।
রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় নিজ বাসভবনে আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন থেকে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন।
অ্যাডভোকেট কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে বসবাস করতেন। নিঃসন্তান কামরুল মনির আইন পেশার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি কিছুদিন দৈনিক বার্তার সম্পাদক ছিলেন।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন জানান, কামরুল মনিরের জানাজা আজ শুক্রবার বাদ জুমা টিকাপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। পরে টিকাপাড়া গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |