- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তি দাবি প্রবাসী বিএনপির
বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তি দাবি প্রবাসী বিএনপির
প্রকাশ: ১৬ জুন, ২০২১ ২:১৩ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার দ্রুত স্থায়ী মুক্তি দাবি জানিয়েছেন এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য বিএনপি। এক যৌথ বিবৃতিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্বাধীনতার সুর্বন জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব এ দাবি জানান।
তারা বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কোভিড পরবর্তী জটিলতায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকল সংগঠনের নেতাকর্মীসহ দেশ বিদেশের আপামর জনসাধারণ চরম উদ্বিগ্ন, উৎকণ্ঠিত।
এমতাবস্থায় আমরা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁর স্থায়ী মুক্তি দিয়ে দ্রুত বিদেশে গিয়ে চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়ার স্হায়ী মুক্তির দাবি জানিয়েছেন আমেরিকা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা বিএনপির জিল্লুর রহমান জিল্লু ,মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া ,ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান ,কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু ,ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির ,অষ্ট্রিয়া বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন ,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদূর রহমান, ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের ,জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম হোসেন, পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সায়েফ আহমেদ সুইট ,স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, আমেরিকা ইলিয়িন ষ্ট্রীট বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু মিয়া, ম্যারিল্যান্ড বিএনপির সদস্য কবিরুল ইসলাম, কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন ,মালদ্বীপ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ফিনল্যান্ড বিএনপি নেতা শামসুল গাজী, দপ্তর সম্পাদক শামীম বেপারী ,সুইজারল্যান্ড বিএনপি নেতা অসীম রহমান স্বপন, আহমেদ ইতালী বিএনপি নেতা খলিলুর রহমান খোকন ও সুলেমান বেগ।
Please follow and like us:
20 20