আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:২১
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। আজ সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠকে বসেন। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় মেডিকেল বোর্ড বসেছে। তার (খালেদা) হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করে চিকিৎসার করণীয় ঠিক করবেন তারা।
শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়েছে।
রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে ডা. জাহিদের কাছ থেকে খবর পাই ম্যাডাম অসুস্থ বোধ করছেন। দ্রুত হাসপাতালে নিতে হবে। তাৎক্ষণিক কার্ডিয়াক ডাক্তারের সঙ্গে কথা বলে ভর্তির ব্যবস্থা করা হয়। রাত ৩টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শারীরিকভাবে তিনি স্ট্যাবল আছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় ডাক্তাররা বোর্ড মিটিং করে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝেমধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে, থাকতে হয়েছে হাসপাতালেও।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |