আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৪
বিডি দিনকাল ডেস্ক :- সরকারের মন্ত্রীদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপাত্মক কথা বলা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বেগম জিয়া সম্পর্কে সংযত হয়ে কথা বলুন। তার পায়ের নখের যোগ্যও আপনারা নন।
আজ দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি সরকার।
তিনি বলেন, তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ আইনেই আছে। কিন্তু সেটা না দিয়ে বেগম জিয়াকে চিকিৎসা পাবার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা এবং বিএনপিকে নিশ্চিহ্ন করাই সরকারের লক্ষ্য।
আবারো আলোচনায় খালেদা জিয়ার জন্মদিন-এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার জন্মদিন নিয়ে বানোয়াট তথ্য বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অরুচিকর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |