স্টাফ রিপোর্টার: ২২ আগস্ট ২০২১, রবিবার, বাদ আসর জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি‘র রোগমুক্তি কামনায় জাতীয় মহিলা পার্টির উদ্যোগে এক দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি‘র সভাপতিত্বে উক্ত দো’আ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, এড. লাকী বেগম, জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব হেনা খান পন্নি,জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু, মো: বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, এড. জহিরুল হক জহির, মিজানুর রহমান মিরু, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্য- এমএ সোবহান, শারমিন পারভীন লিজা, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ।
দো‘আ মাহফিলের শুরুতে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি নিজেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে মহান আল্লাহর দরবারে বেগম রওশন এরশাদ এর রোগমুক্তির জন্য এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টি পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করে দো‘আ করেন।
পরে জাতীয় মহিলা পার্টি আয়োজিত দো‘আ মাহফিল পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান ছিদ্দিকী। এছাড়াও দো’আ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা- ডা. সেলিমা খান, মিনি খান, মমতাময়ী জোসনা আক্তার, জোনাকী মুনশী, মমতাজ বেগম, জেসমিন নুর প্রিয়াংকা, সিমানা আমীর, ফেরদৌসী বকুল, মিথিলা রোয়াজা, তাজনীনা আহমেদ নীনা প্রমুখ।