রৌদ্র বৃষ্টি কবিতা লেখি প্রেমিকের দৃষ্টি কাড়ে
ত্রিভুজ ত্রিকোণ আকৃতির বাঁকানো ত্রিশূল হৃদয় ধুসর গোধূলীতে মন নাড়ে। নারীত্বের অবমাননা হায় রে
স্বপ্নময় ক্ষণগুলো বুক জমিনে লাঙল সেচে
পোনা মাছ ধরার মতই নিখুঁত মায়াময়ী রূপে জমিন চষে। মধুময় ক্ষণে ক্ষনিকের ভালোলাগা সুখ।
বিবর্ণ রূপে জন্ম দেয় হিংস্র কদাচিত বাসনা
লেলিয়ে দেয় বিষদন্ত ছিন্ন ভিন্ন তুলতুলে শাঁসে
পরাভূত পাষণ্ড মিষ্টি কথার ঝুলিতে রাখে মুগ্ধ
বাসনার ফুলচাষ করে ধুধু বালুচরের চৌচির শূঁড় তুলে
থুতনিতে চুম্বন একে রক্তাক্ত দগ্ধ ছিদ্রপথ লালাভ
স্পর্শহীন ভূমিষ্ট নেয় আজন্মের পাপাচার সুমিষ্ট ফলন
নামহীন বৃক্ষের নিগুঢ় প্রতিহিংসার জলছাপ
মেখে রয় বিষাক্ত ছোবলের ফণায় স্বর্পরাজ নৈশ।
ঘুমন্ত প্রহরী হুশ ফিরে দেহাঙ্গের শীতল পরশ পেয়ে
অবচেতন হৈ-হুল্লোড়ে গোঙানির শব্দ নির্গত হয়
পৈশাচিক নির্যাতনে উহ আহ উচ্চারিত শব্দে মাতোয়ারা
জ্ঞান ফিরে অস্তিত্বের স্পন্দনে ভুলের মাসুলে।
আস্তাকুঁড়ে নিক্ষেপ করে বিষক্রিয়া তামাটে আস্তিনকে
নামহীন ভালোবাসার ফসলের অসম্মানিত নাম বেজন্মা