আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০৭
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার পরিচ্ছন্নকর্মীরা। বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা থেকে আসা পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাঁশফোর, জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ বাঁশফোর, সাধারণ সম্পাদক দর্পন বাঁশফোর, সদর উপজেলা শাখার সভাপতি রঞ্জ দাস, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি অসিম দাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, বর্তমানে তারা দৈনিক ৪০ থেকে ৫০ টাকা হাজিরা ভিত্তিতে কাজ করে আসছেন। এতে পরিবার পরিজন নিয়ে অভাবের মধ্যে থাকতে হচ্ছে। এ অবস্থায় দৈনিক ৪০০ টাকা হাজিরা ভিত্তিতে বেতন, নাগরিক সমমর্যাদা ও পরিচ্ছন্নকর্মীদের বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানান তারা।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |