আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩১
ঢাকা : আজ ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার, ল্যাবএইড গ্রুপ এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচক এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।
উক্ত অনুষ্ঠানে বেবিচক এর পক্ষে সদস্য (প্রশাসন), (যুগ্মসচিব) আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, এনডিসি (Abu Saleh Md. Mohiuddin Khan, ndc) ও পরিচালক (প্রশাসন), (উপ সচিব) আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী (Abu Saleh Md. Musa Zangi) এবং ল্যাবএইড গ্রুপ এর পক্ষে ডেপুটি ম্যানেজার মো: জাহিদুর রহমান (Md. Jahidur Rahman) ও কোর্ডিনেটর (বিজনেস ডেভেলপমেন্ট) মো: আলমগীর হোসেন (Md. Alamgir Hossain) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বেবিচক এর কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারবর্গ (যেমন বাবা-মা, সন্তান) সকল প্যাথলজিকাল এবং বায়োকেমিস্ট্রি টেস্টে ৩০% ছাড় এবং এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রা-সোনোগ্রাম, ইকো এবং ইটিটি-তে ১৫% ছাড় পাবেন। এছাড়া ডিসকাউন্ট মূল্যে আউটডোর এবং ইনডোর সেবা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা পরিষেবা ছাড়াও, ডাক্তার এপয়েন্টমেন্ট, অ্যাম্বুলেন্স সেবা এবং হোম স্যাম্পল কালেকশন সেবাসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।
উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেবিচক এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষরের পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সেবাসমূহ আরও উন্নত করার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেবিচক চেয়ারম্যান এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |