আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৩
কামরুল হাসান বাবলু : গতকাল সোমবার ১০/০৪/২০২৩ খ্রিঃ সকাল ১১:০০ টায় বাংলাদেশে নিযুক্ত কানাডার মান্যবর হাইকমিশনার জনাব লিলি নিকোলস (H. E. Mr. Lilly Nicholls) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান(Air Vice Marshal M Mafidur Rahman) -এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত কালে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করণ সহ এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান চলাচল বৃদ্ধির লক্ষ্যে এয়ার কানাডার সাথে বিমান বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের কোড শেয়ারের মাধ্যমে কানেকটিভিটি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
চেয়ারম্যান বেবিচক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো ফ্লাইটে মধ্যবর্তী যাত্রা বিরতি পয়েন্টে যাত্রী উঠানামার অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কানাডার মান্যবর হাইকমিশনার-কে অনুরোধ জানান। তাছাড়া কানাডার অভ্যন্তরীণ বিমান সংস্থার সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোড শেয়ারের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন। মান্যবর হাইকমিশনার এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় আকাশ যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং এভিয়েশন খাতে অবকাঠামো উন্নয়নে কানাডা কর্তৃক বিনিয়োগের ক্ষেত্রসমূহ আলোচিত হয়।
আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুটি দেশের সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাসমূহের মধ্যে বিমান চলাচল ক্ষেত্রে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর, কুর্মিটোলা, উপ-পরিচালক(পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |