আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪০
বেলজিয়াম:- বেলজিয়াম বিএনপির সাবেক সভাপতি আহমেদ সাজার প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার ১১ ডিসেম্বর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব প্রয়াত নেতার অবদানের কথা স্মরণ করে এক বিবৃতি দিয়েছেন। আহমেদ সাজা ৫৬ বছর বয়সে ২০২০ সালের ১১ ডিসেম্বর বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে মারা যান। আহমেদ সাজা ২০১৭ সাল থেকে বেলজিয়াম বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেলজিয়াম বিএনপি দল গঠনের সূচনা লগ্ন থেকে আহমদ সাজা সাথে যুক্ত ছিলেন। একটি সমৃদ্ধ বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম আহমদ সাজা। তিনি সিলেট শহরের কুমার পাড়ার সন্তান। ৯০’র এরশাদবিরোধী গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সিলেটে তাঁর ছিল গুরুত্বগূর্ণ ও সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি প্রবাসে অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন আহমেদ সাজা। দীর্ঘ চারবছর বেলজিয়াম বিএনপির সভাপতির দায়িত্বে আমৃত্যু ছিলেন,। একজন আহমেদ সাজা ছিলেন পরোপকারী, দানবীর এবং প্রবাসের তরুণ-যুবকের অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি আজীবন কাজ করে গেছেন মানুষের জন্য, দেশের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রবাসে শক্তিশালী করতে তিনি নির্ভিকভাবে কাজ করে গেছেন। দলমত নির্বিশেষে সর্বমহলে তাঁর গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। যেকোনো শুভ উদ্যোগে তার সম্পৃক্ততা ছিল দৃশ্যমান।লোকান্তরে চলে গেলেও আহমেদ সাজা থাকবেন প্রবাসী মানুষের হৃদয়জুড়ে, চিরঞ্জিব হয়ে। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি সর্বোচ্চ শ্রদ্ধায় ও ভালবাসায়। আহমেদ সাজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে বিদেশে সবার কাছে দোয়া কামনা করেছেন বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম হোসেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |