আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৭
সৌদি আরব:- বেসরকারি প্রতিষ্ঠানের বাংলাদেশি ও ভারতীয় কর্মীর সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। ফলে এখন থেকে দেশটির বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৪০ শতাংশ বাংলাদেশি ও ভারতীয় কর্মী নিয়োগ দেয়া যাবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ নিয়ে একটি বিবৃতিও প্রচার করা হয়। এ খবর দিয়েছে সৌদি গেজেট।
খবরে বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মোট কর্মীর ৪০ শতাংশ বাংলাদেশি নিয়োগ দিতে পারবেন। শ্রমিক নিয়োগের একই সীমা বেঁধে দেয়া হয়েছে ভারতীয়দের ক্ষেত্রেও। অপরদিকে ইয়েমেনি শ্রমিক নিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫ শতাংশ।
এরইমধ্যে দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ইমেইলের মাধ্যমে এই ঘোষণা জানিয়ে দেয়া হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠানে এরইমধ্যে এই হারের বেশি এসব দেশের কর্মী আছে তারা ওই কর্মীদের কাজ ও বসবাসের অনুমতি দিতে পারবে। সেক্ষেত্রে নতুন নিয়োগের ক্ষেত্রে নির্দেশনা মেনে চলতে হবে।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |