আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৮
প্রজাতন্ত্রের কর্মকর্তা / কর্মচারী নিয়োগের বিষয়ে বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান সুযোগের নিশ্চয়তাদেয়া হয়েছে। কোন প্রকার কোটা সংরক্ষণের সুযোগ সংবিধানে রাখা হয়নি। শুধুমাত্র অনগ্রসর নাগরিকের জন্য বিধান তৈরী করার ক্ষমতা রাষ্ট্রকে দেয়া হয়েছে। সংশোধনের পূর্বে প্রচলিত কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি। উক্ত কোটা পদ্ধতির কারণে মেধাবী শিক্ষিত নাগরিকগণ অযৌক্তিকভাবে চাকুরী প্রাপ্তিতে চরমভাবে বঞ্চিত হয়। এ প্রেক্ষিতে দেশের বিভিনড়ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগত কারণেই কোটা সংস্কার আন্দোলন শুরু করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা কোন রাজনৈতিক বা অন্য কোন উদ্দেশ্যে নয় বরং তাদের ন্যায্য দাবী প্রতিষ্ঠা করার লক্ষ্যে সম্পূর্নরুপে শান্তিপূর্ণ আন্দোলন করছে; যা সরকার কর্তৃক আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেতো। কিšদ সরকার সে পথে না গিয়ে অস্ত্রের ভাষায় একটি ন্যায়সঙ্গত দাবীকে স্তব্ধ করে দেয়ার পথ বেছে নেয়। বিভিনড়ব গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে গত ১৫ জুলাই থেকে সরকার দলীয় বিভিনড়ব অঙ্গ-সংগঠনের কর্মী ও আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্য যৌথভাবে “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে” নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা/গুলি চালায়, তাদের হামলা হতে নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি। ১৬ জুলাই ২০২৪ হতে শুরু করে আজ পর্যন্ত ২৭৪ জন ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মর্মে মিডিয়া সূত্রে জানা যায়। এছাড়াও এ সহিংস ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিক নিহত হন। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা বিভিনড়ব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও সরকার দলীয় বিভিনড়ব অঙ্গ-সংগঠনের কর্মী হাসপাতালে প্রবেশ করে নির্বিচারে হামলা ও মারধর করে। এ ক্ষেত্রে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিকার ভূমিকা পালন করে। দেশব্যাপী কারফিউ জারী ও ইন্টারনেট বিচ্ছনড়ব করে গভীর রাতে ‘বøক রেইড’ দিয়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার নিরীহ ছাত্র-জনতাকে গ্রেফতার করে বিনা বিচারে আটক করে নিয়ে নির্যাতন করা হচ্ছে, যা এখনো অব্যাহত আছে। সরকার দলীয় বিভিনড়ব অঙ্গ-সংগঠনের সদস্য ও আইন-শৃংঙ্খলা বাহিনীর এমন হামলা, নির্যাতন ও হত্যা, নারীর প্রতি সহিংস আচরণ মানবতা বিরোধী অপরাধ যা প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লংঘন।
মেধা ভিত্তিক জনপ্রশাসন প্রতিষ্ঠার স্বার্থে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল দাবীর প্রতি অকুন্ঠ সমর্থন এবং সরকার দলীয় ক্যাডার ও আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের অমানবিক নির্যাতন -হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এ সব ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
অবিলম্বে নিহত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থাসহ সকল আন্দোলনকারীদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করাসহ আন্দোলনকারীদের যৌক্তিক দাবী মেনে নেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহŸান জানাচ্ছি।
সংগঠনের ভাইস চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব মোঃ আবদুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |