আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৩
কুমিল্লা:- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় বোরখা পরে এসে যুবলীগ নেতা মো. জামাল উদ্দিন (৩৯)কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (৩০ এপ্রিল) এশার নামাজের সময় এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী পপি আক্তার জানান, আমার স্বামী বালুর ব্যবসা করে এবং তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। এশার নামাজের সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত জামাল কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ার কান্দি গ্রামের মৃত ফজলুল হকের সন্তান।
দাউদকান্দি মডেল থানা ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, নিহত জামাল হোসেনের বাড়ি তিতাস উপজেলায়। তিনি দাউদকান্দির গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রোববার রাত ৮টার দিকে মহিলাদের বোরকা পরে তিনজন দুর্বৃত্ত রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে।নিহতের পরিবার ঢাকা থেকে এলে মামলা নেওয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |