আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৯
আবুবকর সিদ্দিক জয়পুরহাট থেকে:- জয়পুরহাটে ব্যতিক্রমধর্মি পুজা অনুষ্ঠিত হবে এবার। ৩ টি পুজা মন্ডপে শুধু মেয়েরাই পুজার আনুষ্ঠাকিতা ও ঠাকুরের কাজ করবে। ৩টি মন্ডপগুলো হলো বাগজানা আদিবাসী চকসম মহিলা সংগঘ প্রয়োবপুর পুজা মন্ডপ,. আটাপুর ইউপি নীলতা সার্বজনিন মন্দির।
এইসব মন্দীরের চকসমসের মহিলা সংঘের সভাপতি ভাদী রানী বর্মন সেক্রেটারী আলতারানী , প্রয়োবপুর শেফালী সংঘের সভাপতি তারামুনি হালদা, নীলতা সার্বজনিন মন্দীরের সভাপতি কাকলী রানী জানান যে, তারা শুধু মহিলারায় পুজার কাজ চালিয়ে যাবে এখানে পুরুষের কোন প্রয়েজন হবেনা। নারী পুরূষ সবাই এই পুজা উ্পভোগ করতে পারবে।
নারীপুরোহীতরায় দূর্গোৎসবের কাজ সম্পন্ন করবে।
যতই দিন এগিয়ে আসছে জয়পুরহাটের পুজা মন্ডপগুলোতে সাজসজ্জা ততই বাড়ছে। প্রতিমা শিল্পীরা ব্যস্ত হয়ে পড়ছে তাদের রং-এর শেষ আঁচর দিতে। এখন শুধু অপেক্ষার পালা দেবী দূর্গাকে বরন করে নিতে। । আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনও নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আমাদের জয়পুরহাট জেলায় এবার ২শত ৮৯ টি মন্ডপে পুজা উদযাপিত হচ্ছে। ইতোমধ্যেই মন্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। শিল্পীরা এখন শেষ মূহুর্তের কাজ সাড়ছে। অনেক শিল্পী আসছে নওগা সহ দেশের বিভিন্ন জেলা থেকে । কেউবা আবার একই সাথে ৭/৮টি পুজা মন্ডপে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় দিচ্ছে। তুলির আঁচড়ে সুন্দর করে তোলা হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক ও মহিষাসুরের প্রতিমা। মন্দির গুলোয় সাজসজ্জায়ও ব্যস্ত ডেকোরেটর শ্রমিকরা। আজ সকালেমংগলবার মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপুজা।
প্রতিমা তৈরীর উপকরনের খরচ আগের তুলনায় বেড়ে গেলেও সম্মিলিত সহযোগিতায় সবাই স্ব-স্ব মন্দিরে প্রতিমাকে সুন্দর করতে আপ্রাণ চেষ্ঠা করছে।
জেলার পুজাউদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট ঋশিকেস সরকার জানান জেলায় এবার ২৮৯ টি মন্ডপে পুজা উদযাপিত হচ্ছে\ উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে হিন্দু স¤প্রদায়ের লোকের পাশাপাশি সরকারীভাবে ৫০০ কেজী কওে চাল সাহায়তা পেয়েছে মন্ডপগুলো, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই নেতা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদেও প্রেসিডিয়ামের সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান এবার জেলায় পুজা মন্ডপের সংখ্যা বেড়েছে,পুর্বে জেলায় পুজামন্ডপ ছিল ২৫৫ টি এবার ২৮৯ টি । আমাদেরন আইন শৃংখলা ভালো ও আনন্দঘন পরিবেশে পুজা উদযাপন করতে পারি এটাই প্রত্যাশা ।
দুর্গাপুজা যেন ভালো ভাবে সম্পন্ন হয় দফায় দফায় বৈঠক করেছে জেলা পুলিশ সুপপার মাসুম আহম্মেদ ভুঞা ।শান্তিপূর্নভাবে পুজা উদযাপনে জেলার আইনশৃখলা বাহিনী নিয়েছে বিশেষ ব্যবস্থা।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |