আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৯
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে আগামী ৫ই মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে এ নির্দেশ দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
ওদিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে মাঠে নেমেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা স্লোগান দিচ্ছেন আমার ভাইয়ের উপর গুলি কেন প্রশাসন জবাব চাই, জবাব চাই।
এর আগে গতকাল মধ্যরাতে সংঘর্ষের সূত্রপাত হয়। ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খাওয়া নিয়ে দোকান কর্মচারীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। যেটি এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। পরে তারা কলেজ গিয়ে দলবল নিয়ে আসে হামলার উদ্দেশ্যে।
তবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, বিনা কারণে তাদের দুই শিক্ষার্থীর উপর নিউমার্কেটের দোকান কর্মচারীরা হামলা চালায়।
এর প্রতিবাদে তারা রাস্তায় নেমে এলে বাধে সংঘর্ষ। রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় চলে ভোররাত পর্যন্ত।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |