আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৪
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মো. হুজাইফা (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার ভাদুঘর রেল ব্রিজের নিকট ট্রেনের ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
নিহত হুজাইফা ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার কাউতলী গ্রামের মাওলানা ইলিয়াছের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে হুজাইফাকে ভাদুঘর রেল ব্রিজের নিকট মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ভাদুঘর জামিয়া সিরাজিয়া মাদ্রাসার ছাত্ররা লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বোরহান জানান, সকালে মাদ্রাসা চলাকালে ক্লাশের ফাঁকে ছাত্রটি পৌর এলাকার শেষ সীমানায় ভাদুঘর রেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। এসময় কোনো একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে তার লাশ আমরা মাদ্রাসায় নিয়ে আসি।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে সদরের বাসুদেব গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |