আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৫
ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে আলোচিত ব্লগার নিলাদ্রী চ্যাটার্জী ওরফে নিলয় হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়ার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। নিলয় একজন এনজিও কর্মীর পাশাপাশি ব্লগে নিয়মিত লেখালেখি করতেন ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।
২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসায় খুন হন ব্লগার নিলয়। ওই দিনই রাজধানীর খিলগাঁও থানায় নিলয়ের স্ত্রী আশা মনি বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৪ অক্টোবর মেজর জিয়াসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয়া হয়। রমনা জোনাল টিমের পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস এ চার্জশিট দেন। গত বছরের ৬ অক্টোবর মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন- মো. মাসুম রানা, সাদ আল নাহিদ, মো. তারিকুল আলম ওরফে তারেক, মাওলানা মুফতি আবদুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সল সাব্বির, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের। আসামিদের মধ্যে প্রথম পাঁচজন জামিনে আছেন। বাকি সাতজন কারাগারে। আর মেজর জিয়া পলাতক।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |