আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৬
এস.এম.মনির হোসেন জীবন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগের দিন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চালুর দাবি এবং ট্রেনের টিকিট কালোবাজারি রোধকল্পে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আজ বুধবার সকালে বিক্ষোভ করেছে কয়েকশ শিক্ষার্থী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চালুর আশ্বাস এবং সকল শিক্ষার্থীদের টিকিন প্রাপ্তির আশ্বাস দিলে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রেলপথ অবরোধ তুলে নেয় । এর ফলে সকাল থেকে ২৫টিরও বেশি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়ে। বিমানবন্দর রেল স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ- পরিদর্শক (এসআই) মো, কামরুল হাসান এসব তথ্য জানান। এসআই মো, কামরুল হাসান জানান, বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে সাধারণ যাত্রীরাও ট্রেন থেকে নেমে বিক্ষোভে সামিল হন। এতে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ ছাড়া আর কোনো অঞ্চলের ট্রেন ছেড়ে যেতে পারেনি। পরে দুপুর ১২ টা ২০ মিনিটের পর পূনরায় ট্রেন চলাচল শুরু হয়।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মাজহারুল হক বিষয়টি স্বীকার করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার্থীরা আজ সকাল ৯টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে টিকিট কাটতে আসে। টিকিট না পেয়ে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যেকোনো উপায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। নীলসাগর এক্সপ্রেসে পার্বতীপুর যাত্রী ইকবাল হোসেন বলেন, বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন যাওয়ার সাথে সাথে আটকিয়ে দেয় একদল শিক্ষার্থী। পরে সাড়ে তিন ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল শুরু করে।
আন্দোলনরত শিক্ষার্থী হোসেন সুমাইয়া সুমি জানান, বুধবার সকাল ৮টায় টিকিট কাটতে এসেছিলাম। টিকিট পাইনি। নিমিষেই কোথায় গেল টিকিট। একে একে সবাই যখন টিকিট পায়নি তখন একপর্যায়ে সবাই বিক্ষোভ শুরু করে। তারা যেকোনো উপায়ে রাজশাহী পৌঁছানোর কথা বলে আশ্বাস দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, অবরোধের সময় ঢাকা থেকে ট্রেন বাইরে যেতে দেয়নি। তবে, বাইরের ট্রেন ঢাকায় ঢুকতে দিয়েছে। তাদের দাবি, যে কোন উপায়ে ট্রেনের টিকিট কালোবাজারি রোধ করতে হবে।
বিমানবন্দর রেল স্টেশন সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে ১টার দিকে স্টেশন কর্তৃপক্ষের আশ্বাসে রেললাইন ছেড়ে বিমানবন্দরের তিন নম্বর কাউন্টারে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে রাজধানী সহ সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টার দিকে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের টিকিট কিনতে বিমানবন্দর স্টেশনের কাউন্টারে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী। এসময় তাদের মাত্র চারটি টিকিট দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বুকিং সহকারীদের বাকবিতণ্ডা হয়। এরপরই নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যেতে পারেনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |