আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৪
মনির হোসেন জীবন – রাজধানীর ভাটায়ার যাত্রীবাহী ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মোসাম্মত নাদিয়া (২৩)।
নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগে ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও তার গাড়ি চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে ভাটারা থানার প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান এসব তথ্য জানান।
এদিকে, ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরের দিকে নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে ভাটারার প্রগতি সরণী এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। তবে, মোটরসাইকেল চালক তার বন্ধু অক্ষত আছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান,ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস জব্দ করা হলেও তার চালক ও হেলপার পালিয়ে গেছেন।এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |