আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-সমাজসেবা অধিদপ্তরের আওতায় সামাজিক সুরক্ষা খাতের টাকা যাতে ভাতাভোগীরা নির্বিঘেœ মোবাইলে পান সে ব্যবস্থা করতে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে ‘নগদ’ পরিষেবা কাউন্টার খোলা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই কাউন্টার উদ্বোধন করেন। প্রথম দিনেই প্রায় অর্ধশত ভাতাভোগীর নানা রকম জটিলতা নিরসন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা নিশ্চিত করা হয়। তথ্য নিয়ে জানা গেছে, ভাতাভোগীরা পিন নাম্বার ও নিজস্ব নগদ একাউন্ট নিয়ে নানা রকম হয়রানীর শিকার হন। প্রতিদিন শত শত মানুষের এ সব সমস্যা নিরসন করতে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারীদের হিমশিম খেতে হয়। সরকারী কাজ বাদ দিয়ে ভাতাভোগীদের ভাতা সংক্রান্ত জটিলতা নিয়েই তাদের দিন পার হয়ে যায়। উপকারভোগীদের এ সব সমস্যা নিরসন করতে সদর উপজেলা পরিষদের মধ্যেই নগদ এর কাউন্টার স্থাপন করা হলো। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ভাতাভোগীদের নগদ সংক্রান্ত জটিলতা নিরসন করতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। আশা করা যায় এখন থেকে তারা প্রতারিক বা হয়রানীর শিকার হবেন না।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |