আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৪
ড.আসাদুজ্জামান রিপন:-ঢাকা-৫ সহ সাম্প্রতিক উপনির্বাচনগুলোর ফলাফলে আমি বিস্মিত ও অবাক হইনি মোটেই। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন যে চেরাবালিতে পথ হারিয়েছে তাতে এমনটা হওয়াই কি অপ্রত্যাশিত ছিলো?
হুদা কমিশনের তথ্যানুযায়ী ভোট পরেছে (?) মাত্র ১০% ( প্রকৃতপক্ষে ৩-৫% দলীয় কর্মী ভোট দিতে গেছে)। তার অর্থ ৯০% ভোটার ভোট দিতে যায়নি।
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে ভোটের বারোটা বাজিয়ে ওটাকে নির্বাসনে দিয়েছে। ক্ষমতায় যেতে ও থাকতে এখন আর জনগনের ভোট লাগেনা। এটা জনগন বুঝে আর ওপথে যাওয়া ছেড়ে দিয়েছেন। এটাও ভোটারদের নীরব প্রতিবাদ।
ক্ষমতায় যেতে বা থাকতে এখন যা লাগে – তাহলো সরকারের পক্ষে ভোট মারতে সাহায্যকারী কিছু প্রতিস্ঠান ও একজন শক্তিশালী ‘স্বামী’।
নিশীথ রাতে সিল মেরে বা ইভিএম মেকানিজম আয়ত্বে রাখায়- বিদেশি বড় দেশগুলো – যারা গনতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা তুলতো- তাদের দেশের বড় বড় কোম্পানিগুলোকে কাজ ধরিয়ে দিয়ে মুখ কিছুটা বন্ধ করার মন্ত্রও ক্ষমতাসীনদের জানা আছে এবং তা রপ্ত করে ফলও লাভ করছেন!
এমন অবস্থার ভোটে গেলে এবং এই অপব্যবস্হা ও অপশাসনের বিরুদ্ধে কার্যকরভাবে রুখে দাড়াতে না পারলে ভাব নেয়া বাঘেরও বিড়াল হতে দেরি হয়না!
বর্তমান অবস্হায় যতো বড় জাদরেল নেতাকেই ভোটে দাঁড় করিয়ে দেন ফলাফল খুব হেরফের হবেনা। সংসদ উপ নির্বাচনে ধানমন্ডির ৯শ ভোট থেকে পাবনার ৫ হাজার ভোট বা আরও কিছুই না বেশি বিরোধী দল পেলো- তাতে কি দাড়ালো শেষমেশ?
এইযে ৯শ থেকে ৫ হাজার ভোটের রেসে আটকে যাচ্ছে আমাদের অংশগ্রহণ – তাতে করে কি সমর্থক ও কর্মীদের মধ্যে কি হতাশা নেমে আসছে না? অথচ কোটি কোটি মানুষের ভালোবাসার দল হলো বিএনপি।
যারা প্রার্থী হচ্ছেন, হবেন- হয় কোমর বেঁধে নামুন না হলে তামাশার পাত্র হয়ে লাভ কি?
সবকিছু কি আমাদের গভীরভাবে ভাবার দরকার আছে কি নেই?
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |