আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩২
শঙ্কা আগেই ছিল, সেটাই সত্যি হলো। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না। গ্রুপ পর্বের ম্যাচে গত ১৯ই অক্টোবর বাংলাদেশের বিপক্ষে অ্যাঙ্কেলের চোট পান তিনি। এরপর থেকেই মাঠের বাইরে এই অলরাউন্ডার। বিভিন্ন দফায় মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হলেও ফিরতে পারেননি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী এবার বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন হার্দিক।হার্দিকের জায়গায় পেসার প্রসিধ কৃষ্ণাকে দলে ডেকেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
পান্ডিয়া চোট পান গত ১৯ই অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। ওই ম্যাচে নিজের প্রথম ওভারে তৃতীয় বলে লিটন কুমার দাসের স্ট্রেইট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়ে পড়ে যান তিনি।
মাঠেই বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা দেওয়ার বোলিংয়ের জন্য উঠে দাঁড়ান হার্দিক। কিন্তু বোলিং করার রানআপ নিতেই আবার তীব্র ব্যথায় কাতরানো শুরু করেন তিনি। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে যেতে হয় তাকে। এরপর জরুরী ভিত্তিতে স্ক্যান করান তিনি।
স্ক্যানের রিপোর্টে লিগামেন্টে আঘাত পাওয়ায় হার্দিককে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয় চিকিৎসার জন্য।
চোট পাওয়ার পর নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচ মিস করেন হার্দিক। প্রথমে বলা হয় ২ ম্যাচের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। এরপর জানানো হয় সেমিফাইনালে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপই শেষ হয়ে গেলো এই অলরাউন্ডারের।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |