আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৮
বিডি দিনকাল ডেস্ক :- র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চাওয়া সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বর্হিপ্রকাশ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ইস্কাটন লেডিস ক্লাবে জাতীয়তাবাদী যুব দলের এক ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনিবলেন,‘‘আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, এই সরকারকে মানবাধিকার লঙ্ঘণের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।আজকে সবচেয়ে বেশি দরকার ছিল অপকর্মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরখাস্ত করা,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। সেটা না করে আজকে সরকারের পররাষ্ট্র মন্ত্রী বলছেন, ্এই ব্যাপারে ভারতের কাছে সাহায্য চাইবে।”
‘‘ কতটা অযোগ্য হলে, কতটা ব্যর্থ হলে, কতটা নতজানু হলে আজকে এই সরকার কুকর্ম করে যারা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে তারা ভারতের কাছে সাহায্য চাচ্ছে। ”
নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ সংঘর্ষে জড়িত ছাত্রলীগ প্রমাণিত সত্য ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বরং বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য রাখেন।
যুব দলের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, প্রমূখ বক্তব্য রাখেন।
ইফতারে বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের মোরতাজুল করীম বাদরু, এসএম জাহাঙ্গীরসহ যুব দলের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
ইফতারের অনুষ্ঠানে দলের গুম হওয়া নেতা-কর্মীর পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারও দেয়া হয়।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |