আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১১
বিডি দিনকাল ডেস্কঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে সিনিয়র নেতৃবৃন্দের ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে দলের সিনিয়র নেতৃবৃন্দের ধারাবাহিক ভার্চূয়াল বৈঠকের ৪র্থ দিনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ৮ জন ভাইস- চেয়ারম্যান আলোচনায় অংশ নিয়েছেন। দুপুর ৩.৩০ মিঃ থেকে দুই ঘন্টাব্যাপী চলা বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বিরাজমান রাজনৈতিক, বৈশ্বিক মহামারীর করোনা, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন,ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর ( অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু,মোঃ শাজাহান, মীর মোঃ নাসির উদ্দিন অংশ নেন।
বৈঠক পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |