আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৭ই জানুয়ারি বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রেক্ষাপটে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ রায় দেন।
প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্ট নুরুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ই জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
গত ৭ই ডিসেম্বর নুরুল হকের দেয়া বক্তব্য নিয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে নুর বলেন, ‘চট্টগ্রামে আদালতে অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের জুতা নিক্ষেপ শুরু হয়েছে। সাগর-রুনির মামলার প্রতিবেদন ১০০ বার পেছায়, রিজার্ভ চুরির প্রতিবেদন পেছায় আর রাতে আদালত বসিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে।’ বিচারকদের সতর্ক করে নুর বলেন, এভাবে অবিচার চলতে থাকলে জনগণ রাস্তাঘাটে, বাসাবাড়িতেও জুতা মারতে দ্বিধাবোধ করবে না। এই জুতা অবিচারের বিরুদ্ধে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |