আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭
ডেস্ক: সৌদি ভিসার মেয়াদ অটো বাড়ানো এবং সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিটের দাবিতে সোমবারও সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসীরা। সোমবার দুপুরে তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরের সড়কে অবস্থান নেন।
দুপুর ১টার পর থেকেই প্রবাসীকর্মীরা সড়ক অবরোধ শুরু করেন। রাস্তায় নেমে আসেন শত শত প্রবাসীকর্মী। তারা সমস্বরে স্লোগান দেন ‘বাঁচলে সবাই বাঁচব আর মরলে সবাই মরব’। তিন মাস ভিসার মেয়াদ অটো বাড়ানো হোক।
সড়ক অবরোধের ফলে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের ফলে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন।
প্রবাসী শ্রমিকদের অভিযোগ, ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। সরকার ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও অনলাইনে গিয়ে চেক করে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো আলামত পাচ্ছেন না। তাদের দাবি ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হোক। তবেই সবাই ফিরে যেতে পারবেন।
হাজীগঞ্জ থেকে আসা প্রবাসীকর্মী শাহজাহান বলেন, দেশে ফিরে গত নয় মাস বেকার বসে বসে খাচ্ছি। আয়-রোজগার নেই। ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদও শেষ। ভিসার মেয়াদ ও টিকিটের ব্যবস্থা করতে এক সপ্তাহ ধরে এয়ারলাইন্স কার্যালয়ে ধরণা দিচ্ছি। কিন্তু কোনো ব্যবস্থাই করতে পারছি না। এখন আমার কী হবে?
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |