আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪০
বিডি দিনকাল ডেস্ক :- ভুয়া ভিসা প্রদানকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
তিনি বলেন, সম্প্রতি নতুন করে কুয়েতের একাধিক কোম্পানি বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। কোম্পানিগুলোর সাথে নতুন শ্রমিকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি জানান, আমানা ইউনাইটেড জেনারেল ট্রেডিং অ্যান্ড কনট্রাকটিং কোম্পানির নামে ১৮ নম্বর ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু ওই কোম্পানির নামে প্রদত্ত ভিসা ভুয়া ও জাল।
ভুয়া ভিসা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাষ্ট্রদূত বলেন, এদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুয়া ভিসা ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হলে প্রবাসীদের তথ্য সংগ্রহ করে দূতাবাসকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে ভুয়া ভিসা প্রদানকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রদূত আবার অন্যদিকে চিহ্নিত ভিসার দালাল দের সাথে সখ্যতা গড়ে তুলছেন দূতাবাসের দায়িত্ববান কর্মকর্তারা ।খোদ দূতাবাসে কিছু কর্মচারী যে ভিসা ব্যবসার সাথে জড়িত রয়েছে তারা এখনো দূতাবাসে বহাল তবিয়তে অবস্থান করছে । যতক্ষণ পর্যন্ত এদেরকে দূতাবাস থেকে বহিস্কার করা না হবে ততক্ষন পর্যন্ত বলা যাবে না দূতাবাস ভিসার দালাল মুক্ত হয়েছে ।
এদিকে নতুন এই রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামানের সাথে দূতাবাসে এসে কুয়েতের ফয়সালিয়া কোম্পানির পরিচালক ফয়সাল বি আল- বুগাইলি ও নির্বাহী ম্যানেজার মাজদি ফারাজ সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের কয়েকটি ছবিও দূতাবাস তাদের নিজস্ব ফেসবুক পেজে সংযুক্ত করেন । যা নিয়ে পরবর্তীতে বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক আলোচনা সমালোচনা হতে থাকে । ছবি গুলোতে দেখা যায় ক্রেস্ট নিয়ে পৌজ দিচ্ছেন কোম্পানিটির কর্মকর্তা ও রাষ্ট্রদূত । তক্ষণেই বাংলাদেশি কমিউনিটিতে প্রচার হয়ে যায় নতুন করে ভিসা সংক্রান্ত বিষয়ের খবর ।বিশ্বস্থ সূত্র থেকে জানা যায় এই কোম্পানিটি কুয়েতে অবস্থানাকারী বদু ফিরোজ নামে বাংলাদেশী কুখ্যাত ভিসা ব্যবসায়ীর সহযোগিতায় সেই পুরোনো দামে প্রতি ভিসা ২হাজার ৫০০ বাংলাদেশী টাকায় ভিসা বিক্রি করেছে ।আর এতে সহযোগিতা করে যাচ্ছে কুয়েতের প্রতিষ্ঠিত এক সুধী ব্যবসায়ী মুকাই আলী মাক্কী ।আর এই মাক্কির সাথে বর্তমান রাষ্ট্রদূত সহ উপরস্থ কয়েকজন দায়িত্তশীল কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ।
এদিকে ফয়সালিয়া কোম্পানিটি থেকে যে ভিসা প্রসেসিং হয়েছে তার কয়েকটা ভিসা ইতিমধ্যে আমাদের হাতে এসে পোঁছেছে লামানার সংযুক্ত কপি সহ ।
প্রবাসীরা মনে করছেন যদি চিহ্নিত ওই সব দালালদের যোগ সাজোশে ভিসা বাণিজ্য চলে তাহলে দূতাবাসের ভাব মূর্তি উদ্দার করা সম্ভব হবে না ।ইতি মধ্যে বাংলাদেশী সমাজে নানা কারণে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন দূতাবাস ।চিহ্নিত ওই সব দালালদের বিরুদ্দে যদি সময় মতো ব্যবস্থানা না নেয় বর্তমান রাষ্ট্রদূত তাহলে সাবেক দুর্নীতিবাজ রাষ্ট্রদূতের ভাগ্য বোরন করতে হবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল ।
এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনায় বিমান চলাচল বন্ধ রয়েছে। অচিরেই বিমান চলাচল শুরু হবে বলে তিনি আশাবাদী। বিমান চলাচল শুরু হলেই আকামাধারী শ্রমিকরা নিজস্ব কর্মস্থলে ফিরে যেতে পারবেন।
কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত। এরমধ্যে প্রায় ১২ হাজার প্রবাসী বাংলাদেশি করোনার কারণে ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |