শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. কামরুল হাসান ভুট্টু মজুমদারের ঘোড়া মার্কার প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ছয়গাও ইউনিয়নের পাপরাইল এলাকায় চশমা মার্কার প্রার্থী কামরুজ্জামান লিটন মোল্যার সমর্থক স্থানীয় জাকির সরদার ও বাচ্চু পালোয়ানের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুট্টু মজুমদার। খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে তাৎক্ষণিক মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান ভুট্টু মজুমদার অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে আমি ভালোভাবে কোন প্রচারে নামতে পারছি না। কোথাও প্রচারে বের হলেই চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিটন মোল্যার লোকজন আমাদের ওপর নানান ভাবে হামলা চালাচ্ছে। আমার লোকজনকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৩ টার দিকে পাপরাইল এলাকায় আমার ঘোড়া মার্কার পক্ষে প্রচারে নামলে চশমার প্রার্থী লিটন মোল্যার সমর্থক জাকির সরদার ও বাচ্চু পালোয়ানের নেতৃত্বে আমার প্রচার গাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা অটোরিকশা, প্রচার মাইক, ব্যাটারি ও মেশিন ভাঙচুর করে। এছাড়া হামলাকারীরা প্রচারের দায়িত্ব থাকা জসিম সরদার ও জাকিরকে (বাবু খা) মারপিট করে এবং হুমকি-ধমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এ সময় হামলাকারীরা আমার লোকজনকে হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে এই এলাকায় ঘোড়া মার্কার প্রচারে আসলে তোদের হাড্ডিগুড্ডি ভাইঙ্গা হাতে ধরিয়ে দেবো। আমি খবর পেয়ে সাথে সাথে ভেদরগঞ্জ থানা পুলিশকে হামলার ঘটনা জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আমি ভেদরগঞ্জ থানা ও রিটার্নিং অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেছি। রিটার্নিং অফিসার আমাকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। আগামীকাল আমি লিখিত অভিযোগ দায়ের করবো। রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। ছয়গাঁও ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হামলার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘোড়া মার্কার প্রার্থী মৌখিকভাবে আমার কাছে হামলার অভিযোগ করেছেন। আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।