- প্রচ্ছদ
-
- ঢাকা
- ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হত্যার প্রতিবাদে শরীয়তপুরে যুুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হত্যার প্রতিবাদে শরীয়তপুরে যুুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি: “সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে রবিবার ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী এ্যাড. মৃধা নজরুল কবির এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (৩ আগস্ট ২০২২) বিকালে শরীয়তপুর শহরে ফায়ার সার্ভিস অফিস এলাকার প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন। পরে পালং থানা পুলিশ মিছিলে বাধা প্রদান করে এবং এ্যাড. মৃধা নজরুল কবিরকে আটক করে। তবে তাকে ছেড়ে দেয়।
এব্যাপারে এ্যাড. মৃধা নজরুল কবির বলেন, যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার নেতৃত্বে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল বের করলে পালং মডেল থানার অফিসার ইনচার্জ আমাকে আটক করার চেষ্টা করে। শেষ পর্যন্ত যুব
দলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আজ যারা আমার সঙ্গে যুবদলের মিছিলে থেকে এবং পাশে থেকে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। তিনি আরও বলেন, আমাকে গ্রেফতারের ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে সরানো যাবে না, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে আছি এবং শেষ পর্যন্ত রাজ পথে থাকবো ইনশাল্লাহ। আর ভোলায় এ হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। আর দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এলক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
Please follow and like us:
20 20