- প্রচ্ছদ
-
- রাজধানী
- মজলুম জননেতা মওলানা ভাসানীর আজ বড় প্রয়োজন ছিল ….. মোস্তফা জামাল হায়দার
মজলুম জননেতা মওলানা ভাসানীর আজ বড় প্রয়োজন ছিল ….. মোস্তফা জামাল হায়দার
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার বলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী। মেহনতী ও শ্রমজীবী মানুষের পক্ষে সব সময় অবস্থান ছিল মওলানা ভাসানীর। উনি কখনো ক্ষমতা বাপ্রাচুর্যের রাজনীতি করেননি। দল হিসেবে নয়, ব্যক্তি হিসেবে তার জনপ্রিয়তা ছিল সকলের উর্ধ্বে।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন জাতীয় জীবনের এক যুগসন্ধিক্ষণে মজলুম জননেতা মওলানা ভাসানীর মহাপ্রয়াণ তিথি এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ঘটনাটি এজন্য আমাদের জন্য সমধিক তাৎপর্যমন্ডিত যে আজ বাংলাদেশের জাতীয় অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও শিল্প বিকাশ যখন চরমভাবে ভারতীয় আধিপত্যবাদী শাসকগোষ্ঠির করাল গ্রাসে নিপতিত, ঠিক সেই মুহুর্তে মওলানা ভাসানীর অভাব আমরা দারুনভাবে অনুভব করছি। তিনি বলেছিলেন পিন্ডির জিঞ্জির আমার ভেঙ্গেছি দিল্লীর দাসত্ব করার জন্য নয়। অথচ কি দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠি সেই দাসত্বের বন্ধনে সমগ্র দেশ এবং জাতিকে নিপতিত করেছে। ভোটারবিহীন এক ভূয়া নির্বাচনে ক্ষমতা দখলকারী এই সরকার সমগ্র দেশ ও জাতির আকাঙ্খা—–এটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিকে উপক্ষে করে একতরফা মেকি নির্বাচনের পায়তারায় মত্ত। হাজার হাজার রাজবন্দিদের কারারুদ্ধ করে এবং নির্বাচনের অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করে এই সরকার তাদের একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়নে তৎপর। আজ আমরা মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে উদ্ভুত হয়ে প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় এই জাতীয় স্বার্থবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে তাদের পতন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর।
আজ বিকাল ৩টায় সেগুনবাগিচা বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ের নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি প্রফেসর ম. নূরুন্নবী, আব্দুল কফুর মিয়া, ড. ইমরুল কায়েস। সভা পরিচালনা করেন এ এ এম ফয়েজ হোসেন।
Please follow and like us:
20 20